সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: বাংলাদেশে এই প্রথম সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।
র্যালী পরবর্তা উপজেলা মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামীম আরার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহকারী দিজেন্দ্র নাথ বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা অধির কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম
প্রমুখ।
ডিজিটাল বাংলাদেশ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পক্ষে ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করে। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। অতিথিগণ বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।