সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

ডিএসইতে ২৩৪ কোম্পানির দরপতন

অর্থনৈতিক ডেস্ক:: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ২৩৪ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিন উভয় স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ সূচক কমেছে। তবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ২৩৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১১০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ কোটি ৪৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮৬ কোটি টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫১ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৩৪টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯১২ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২১ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৪০ পয়েন্ট কমে ৯ হাজার ৬০১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৪২ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৪১টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৩৯ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com