শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

ডিএসই’তে সূচক বেড়ে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক:: দেশের পুঁজিবাজার গতিশীল। বাজারে দিন দিন সূচক বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি করছে।

রোববার (৫ সেপ্টেম্বর) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরুর পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭ হাজার পয়েন্ট অতিক্রম করেছে।

এদিকে, সূচক বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি করাকে ইতিবাচকভাবে দেখছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, বাজারে দীর্ঘ দিন তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার দর তলানিতে ছিলো। অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের নেতৃত্বাধীন কমিশন বাজারের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। তাতে বাজারে গতি ফিরে পেয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। তাতে বিনিয়োগকারী দীর্ঘ দিনের ক্ষতি কাটিয়ে উঠছে। শেয়ার দর বাড়ার সঙ্গে সঙ্গে সূচকেও নতুন রেকর্ড গড়ছে। ভবিষ্যতে বাজারে সূচক ও লেনদেন আরও বাড়বে বলে আশা করছেন তারা।

ডিএসই পরিচালক রকিবুর রহমান বলেন, ‘সূচক শুধু শেয়ার দরকে ইঙ্গিত করে। শেয়ারের দাম বাড়লে, সূচক বাড়বে। বাজার এখন গতিশীল। বাজারে সূচকের সঙ্গে লেনদেনও আরও বাড়বে।’

বাজার পর্যালোচনায় দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬০ পয়েন্টে অবস্থান করছে। এর সঙ্গে অন্যান্য সূচকও সমান তালে বাড়ছে। ডিএসইর শরীয়াহ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২৯ পয়েন্টে এবং ডিএস সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৩০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫৩টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com