শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
মিরণ খন্দকার, স্টাফ করেসপন্ডেন্টঃ ঢাকা রিপোর্টার্স ইউনিটি(ডিআরইউ)’র নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন ডিআরইউর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল। এর আগে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ১ হাজার ৪০৪টি ভোট পড়ে নির্বাচনে।
নির্বাচনে সৈয়দ শুকুর আলী শুভ ৫৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। আর মহিউদ্দিন সর্বোচ্চ ৬০৭টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শামীম। যুগ্ম সম্পাদক পদে মো. মিজানুর রহমান (মিজান রহমান)। অর্থ সম্পাদক পদে মো. জাকির হুসাইন। সাংগাঠনিক সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ। দপ্তর সম্পাদক পদে রফিক রাফি।
নারী বিষয়ক সম্পাদক পদে মাহমুদা ডলি। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সুশান্ত কুমার সাহা। তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা)। ক্রীড়া সম্পাদক পদে মো. মাহবুবুর রহমান।
আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ ছলিম উল্লাহ। কল্যান সম্পাদক পদে মো. তানভীর আহমেদ (তানভীর আহমেদ)। কার্যনির্বাহী সদস্য পদে (৭টি পদ) দেলোয়ার হোসেন মহিন, ফারহানা ইয়াসমিন (জুঁথী), মো. হাবিবুর রহমান (হাবিব রহমান), মো. শরিফুল ইসলাম, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা, এবং সাঈদ শিপন। এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হয়েছেন মো. মনোয়ার হোসেন।