বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি॥
ঠাকুরগাঁও জেলা কারাগারে ধর্ম নারায়ন (৫২) নামে হত্যা মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি পিটিয়ে হত্যা করা হয়েছে ধর্মকে।
মঙ্গলবার সকালে হাজতের সিড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে জানান ঠাকুরগাঁও কারাগারের জেলার সাখাওয়াত হোসেন।
নিহত ধর্ম নারায়ন সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মৃত দেব নারায়নের ছেলে।
কারাগারের জেলার জানান, ভোরে সিড়ি থেকে পড়ে যায় ধর্ম নারায়ন। পরে তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পরে লাশ ময়না তদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, পরিবারের লোকেরা দাবি করে বলেন, হাজতের ভিতরে টর্চার করে মারা হয়েছে ধর্ম নারায়কে। কারন তার হাতে পায়ে বিভিন্ন ধরনের রক্তের দাগ আছে।
উল্লেখ্য যে, ধর্ম নারায়ন একটি হত্যা মামলার অন্যতম আসামী। গত ২১ আগষ্ট সদর উপজেলার জগন্নাথপুর সরকার পাড়ায় ধর্ম নারায়নের বিরুদ্ধে নিজের ভাতিজি বনবাসী বর্মন (৪৫) কে দায়ের কোপ দিয়ে নৃশংসভাবে হত্যার অভিযোগ রয়েছে।