শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

ঠাকুরগাওয়ে মেয়াদহীন ও নিম্নমানের ব্রী-৬৩ বী সরবরাহ করে প্রতারণার অভিযোগ মানববন্ধন ও স্বারকলিপি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি॥ ঠাকুরগাওয়ে কৃষকদের মেয়াদহীন ও নিম্নমানের ব্রী-৬৩ বীসরবরাহ করে প্রতারণার অভিযোগে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কৃষকরা।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক চত্তরে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কৃষকরা বরেন্দ্র কর্তৃপক্ষ এর বিরুদ্ধে ময়োদ হীণ ও নিম্নমানের বীজ সরবরাহ করে প্রতারণা অভিযোগ করেন। ৫০ জন কৃষকের মাঝে ব্রী ৬৩ বীজ ৩৫ একর জমিতে চাষাবাদ করার জন্য দেয়া হয়। এখন বীজ নিম্নমানের হওয়ায় কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে। কৃষকরা জানায় ভাল ফলনের আশায় ধান রোপন করে তারা এখন দিশেহারা। তাই ক্ষতিগ্রস্থ কৃষকরা কক্ষতিপূন দাবী করেছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক বরাবরে স্বারক লিপি প্রদান করেছে কৃষকরা। এ ব্যাপারে জলো প্রশাসক আকতারুজ্জামান জানান বিষয়টি করেন্দ্র চেয়ারম্যন বরাবরে দ্রুত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com