শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ৬ দফা দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: মুক্তিযোদ্ধাদের সন্মান অক্ষুন্ন ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইনের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালনে করেছে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালন করা হয়।
এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সভাপতি রাজিউর রহমান রাজেক এর সভাপতিত্বে ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউদ্দৌজা বদর, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ বক্তারা বলেন, কোটা বাতিলের নামে যে আন্দোলন হয়েছে ঢাবি ভিসির বাড়িতে হামলার ঘটনার মধ্য দিয়ে তা স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র বলে পরিষ্কার হয়েছে। একইভাবে কোটা বাতিলের আন্দোলনে নানাভাবে মুক্তিযোদ্ধাদের কটাক্ষ ও অসম্মান করা হয়েছে, যা স্বাধীন বাংলাদেশে কাম্য নয়। তাই পরিবার সুরক্ষা আইন, মানবতাবিরোধীদের সম্পত্তি রাষ্ট্রেআয়াত্বে আনা, কোটা বহাল রাখাসহ ৬ দফা দাবির ব্যবস্থা নেয়ার দাবি জানান।
পরে ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে পেশ করেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com