বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ২০১৮-১৯ মৌসুমের আখ রোপন শুরু

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে ২০১৮-১৯ মৌসুমের আখ রোপন শুরু হয়েছে। আজ সোমবার সকালে ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপায় আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার চিলারং গ্রামের চাষি জাহাঙ্গীর আলমের জমিতে আখ রোপনের উদ্বোধন করেন সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস শাহী।

এসময় ন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশনের সদর দপ্তরের ডিজিএম (মিলস্ ফার্ম) ফারুক আহম্মেদ, ঠাচিক এর জিএম (কৃষি) এ এস এম জাকির হোসেন, জিএম প্রশাসন ঠাচিক মাইনুদ্দিন আহম্মেদ, সবজোন প্রধান (সম্প্র) আবু রায়হান, সুমন কুমার শাহা, কেন্দ্রীয় আখ চাষি সমিতির সাধারন সম্পাদক তোজাম্মেল হক তোজা), যুগ্ম সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেন ও সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুসসহ অনেকে।

মিল জোন এলাকায় ৮৬টি ইউনিটে একযোগে আখ রোপনের উদ্বোধন করা হয়। আর ২০১৮-১৯ মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১৫ হাজার একর জমির আখ চাষ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com