শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও থেকে॥ ঠাকুরগাঁওয়ে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের দন্ডাদেশ দেয়া হয়।

আজ রোববার সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ আদালতের বিচারক হায়দার আলী এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত খালেক (৩৮) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার মেছনী গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গি উপজেলার মেছনী গ্রামের রহিম উদ্দিনের ছেলে আঃ খালেকের সহিত এই গ্রামের শাহ আলমের সাথে দীর্ঘদিন যাবত পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত ০৯/০৮/২০১২ইং তারিখ সকালে শাহ আলমের বাবা আঃ হক তাহার ঘরে ঘুমিয়ে ছিল। আঃ খালেক ছুড়ি দিয়ে আ: হকের বুকে উপুর্যপুরি আঘাত করে পালিয়ে যায়। আ: হক চিৎকার করিলে বাসার ও এলাকার লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আঃ হক মারা যায়।

পরে রাতে শাহ আলম ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানায় আ: খালেককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বালিয়াডাঙ্গী থানার এস.আই আনোয়ারুল মামলার তদন্তভার গ্রহণ করে ঘটনাস্থলের ও আলামত জব্দ করেন তদন্ত করে চার্জশীট প্রদান করেন।

দীর্ঘদিন মামলার বিভিন্ন সাক্ষীদের সাক্ষ্যগ্রহন ও পুলিশের চার্জশীট মোতাবেক আ: খালেক দোষী প্রমানিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ আদালতের বিচারক হায়দার আলী তাকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকার অর্থদন্ডে দন্ডিত করার রায় প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com