editor
- ২৫ জুন, ২০১৮ / ২৫২ জন দেখেছেন
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও- বালিয়াডাঙ্গী মহাসড়কের কালমেঘ বারঢালী এলাকায় কোচের ধাক্কায় নাজনীন(১৫) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। অন্যদিকে বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের সমিরউদ্দীন কলেজ মোড়ে ট্রাকের ধাক্কায় এক পথচারী আহত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার সময় ঠাকুরগাঁও- বালিয়াডাঙ্গী সড়কের কালমেঘ বারঢালী মোড়ে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। ছাত্রী নাজনীন বাইসাইকেলে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঠাকুরগাও থেকে বালিয়াডাঙ্গী গামী শ্যামলী পরিবহন কোচটি তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাৎক্ষিনক বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে পৌছার আগেই নাজনীন মারা যায়। নাজনীন বালিয়াডাঙ্গী উপজেলার ছোটপলাশবাড়ী গ্রামের নাজিরুল ইসলামের মেয়ে।সে কালমেঘ আর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণীর ছাত্রী। বালিয়াডাঙ্গী অফিসার ইনচার্জ এবিএম সাজেদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহতে ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Like this:
Like Loading...
Related