বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও থেকে::
সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে, পরিস্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম।
এসময় এক আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন আল আজাদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালেহা খাতুন সহ স্কুলে অন্যান্য শিক্ষক-শিক্ষাকা বৃন্দরা।
বক্তরা এসময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন।