বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে রহমান ‘ল’ চেম্বার এন্ড অ্যাসোসিয়েশন

ঠাকুরগাঁও থেকে::

করোনা ভাইরাসের বিস্তাররোধে ভিন্ন উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ঠাকুরগাঁও রহমান ‘ল’ চেম্বার এন্ড অ্যাসোসিয়েশন।

বুধবার দুপুরে শহরের আশ্রমপাড়া এলাকায় প্রায় দুই শতাধিক রিক্সা চালক, হোটেল শ্রমিকসহ হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে খাবার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা অ্যাড. আশিকুর রহমান রিজভী জানান, এই সংকটময় মুহূর্তে মানুষের মাঝে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি সমাজের নিম্ন আয়ের মানুষ, পথশিশু, বস্তিবাসীদের পাশে দাঁড়ানোর।

তিনি বলেন, কয়েক শত মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছি। আমরা বিনামূল্যে চাল, ডাল, সবজি, সাবান, তেল ইত্যাদি বিতরণ করছি।

এ সময় উপস্থিত ছিলেন- এফ আলমের প্রোপাইট ফখরুল আলম লিফাত, অ্যাড. আব্দুর রাজ্জাক, পরিতোষ চন্দ্র রায়সহ অনান্যরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com