বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে সাজু মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৩ টায় জগদল সীমান্তের বাংলাদেশের ৩৭৬/১ নং পিলারের কাছ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
নিহত সাজু মিয়া জেলার সদর উপজেলার ভালুকা গ্রামের সামশুল হকের ছেলে।
ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী জানান, গতকাল বুধবার সন্ধ্যায় নাগরভিটা সীমান্ত দিয়ে একটি গ্রুপ ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের ধাওয়া খেয়ে পালিয়ে আসার সময় তাদের একজন নিখোঁজ হয়। পরে তারা নাগরভিটা সীমান্তে এসে বিষয়টি জানায়।
আজ সকালে সীমান্তে মরদেহ দেখে বিজিবি’র সদস্যরা পুলিশকে খবর দিলে বিকাল ৩টার সময় তারা গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের গায়ে গুলির কোন চিহ্ন পাওয়া যায়নি।
বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম বলেন, যুবকের মরদেহ উদ্ধার মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত শেষে বলা যাবে মৃত্যুর সঠিক কারণ।