রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি॥
ঠাকুরগাঁওয়ে সরকারি ভাবে ধান ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে জেলা খাদ্য বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, উপজেলা চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায় প্রমূখ।
উল্লেখ্য, চলতি বছর সদর উপজেলায় ২৬ টাকা দরে ৭৫০ মে:টন ধান ও ২৮ টাকা দরে ১৪৪৮ মে:টন গম কৃষকের কাছ থেকে সংগ্রহ করবে সরকার। জেলা পর্যায়ে মোট ধান সংগ্রহ করা হবে ১৮৫৭ মে:টন এবং গম সংগ্রহ করা হবে ৬৬০৯ মে:টন।