বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

ঠাকুরগাঁও প্রতিনিধি॥ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিন হলো ঠাকুরগাঁওয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।
এ উপলক্ষে রোববার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম মন্দির প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেড় হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে গিয়ে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় হাজারো নারী পুরুষ অংশ নেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে এসময় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যন ও জেলা আ:লীগের সাধারণ সম্পাদক মুহা.সাদেক কুরাইশী,জেলা প্রশাসক আখতারুজ্জামান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড ইন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সদস্য সচিব প্রবীর কুমার রায়,পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ,ছাত্র ঐক্যপরিষদের সভাপতি প্রান্ত দাশ অনুপ প্রমুখ।

বক্তব্য শেষে বিকালে অডিটরিয়াম হলরুমে প্রসাদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, রাত ১২টা এক মিনিটে ঠাকুরগাঁও কেন্দ্রী গোবিন্দজিউ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পূজা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com