বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ে ৯শ জন দুস্থ ও হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস নামের একটি সংগঠন।
দু:সমায়ে মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহন সেই সাথে সমাজের প্রতিবন্ধকতা দূরীকরণে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে এই সংগঠনের সদস্যরা সব সময় মানুষের সেবায় থাকছেন। প্রতিবছরেই তারা বিভিন্ন জেলায় গিয়ে অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াচ্ছেন।
এরই লক্ষে সোমবার সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কুমারপুর এলাকায় মরহুম আজিজুল হক খোকার স্মৃতী স্মরণ সংসদে আয়োজিত এক অনুষ্ঠানে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন এই সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পরিষদের সদস্য রওশনুল হক তুষার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস সংগঠনের সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ গণ্যমান্য ব্যক্তিরা।