সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে::
প্রতিবারের মতো এবারো ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শিশুদের চিত্রাঙ্গন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি ঠাকুরগাঁও জেলা শাখার যৌথ আয়োজনে শিশু একাডেমি প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলা বিভিন্ন স্কুলের প্রায় ২৫০ জন শিশু অংশগ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকতা জবেদ আলী সহ শিশু একাডেমির শিক্ষকবৃন্দ।
আগামীকাল ২৬ মার্চ এই প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।