শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি॥ খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণভাবে প্রায় দেড় ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
বৃহস্পতিবার জেলা বিএনপির আয়োজনে তাদের কার্যালয়ের সামনে দুপুর ১২টা থেকে প্রায় দেড় ঘন্টা যাবত শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নুর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, ছাত্রদলের সভাপতি কায়েস সহ অন্যান্যরা। অবস্থান কর্মসূচিতে বক্তরা খালেদা জিয়ার মুক্তির জোড় দাবি জানান।