বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি॥
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী আসন ঠাকুরগাঁও-১ লিফলেট বিতরনের সময় তার সহ-ধর্মীনির উপর ছাত্রলীগ নেতার হামলার চেষ্টার অভিযোগ করেছে বিএনপি।
বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের নিজ বাসভবনে সহধর্মীনি রাহাত আরা বেগম এই অভিযোগ করেন।
অভিযোগে তিনি আরো বলেন, আজ সকালে ঠাকুরগাঁও পৌর শহরের বসিরপাড়া এলাকায় ধানের শীষের প্রচারনা ও লিফলেট বিতরণ করতে গেলে ছাত্রলীগের ছেলেরা দেশীয় অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করে। পরে ওদেরকে অনুরোধ করে প্রাণের ভয়ে আমরা কোনমতে স্থান ত্যাগ করি। এভাবে সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন আশা করা যায়না। প্রশাসন ও নির্বাচন কমিশনকে আহবান করবো এ সময় বিষয়গুলো যেন প্রতিরোধ করে।
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করেন, আমাদের নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর জন্য। সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএনপির কর্মীদের উপর হামলা, অফিস ভাংচুর করছে আওয়ামীলীগের সন্ত্রাসীরা। নির্বাচন কমিশন ও প্রশাসনকে অনুরোধ করবো সুষ্ঠ ভাবে যেন ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন সেই পরিবশে তৈরি করার।
এ সময় ঠাকুরগাঁওয়ে কর্মরত প্রিন্ট ও টেলিভিশন মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।