শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে মিথ্যা মামলার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি::

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় মানবতা বিরোধী অপরাধের ষড়যন্ত্র মিথ্যা মামলা দিয়ে আবেদ আলী নামে এক ব্যক্তিকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের স্বজনেরা।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়।

এসময় লিখিত এক বক্তব্যে আটককৃত আবেদ আলীর ভাই একরাম আলী বলেন, স্থানীয় ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দীন ও তার ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরেই জমিজমা সংক্রান্ত একটি সমস্যা চলছিলো আমাদের পরিবারের। এরই জেড় ধরে ষড়যন্ত্র করে আমার ভাইকে যুদ্ধপরাধী বানিয়ে গত ২৫ জুন রাতে তাকে বাসা থেকে পুলিশের মাধ্যমে আটক করায়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এসময় উপস্থিত ছিলেন, ৪নং বড় পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম সহ আটককৃত আবেদ আলীর পরিবারের স্বজনেরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com