বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::
কাজের মেয়েকে ধর্ষণের চেষ্টার অপরাধে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাগড় দাখিল মাদ্রাসার সুপার আজিজুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার ভোর রাতে জেলার রানীশংকৈল থানা পুলিশ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, উপজেলার হোসেনগাঁও গ্রামের এক দিনমজুরের নাবালিকা কন্যা দীর্ঘদিন ধরে ঐ সুপারের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছিল । সম্প্রতি সুপারের স্ত্রী বাড়িতে না থাকার সুবাদে সুযোগ সন্ধানী মাদ্রাসা সুপার আজিজুর রহমান (৪৮) শয়ন কক্ষে ঐ কাজের মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি জানাজানি হলে মেয়ের মা আক্তারা বাদি হয়ে থানায় মামলা করেন।