বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি::
ঠাকুরগাঁও শহরের শ্রী শ্রী কেন্দ্রীয় গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও স্বর্নালঙ্কার চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা।
মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর জেলা পুলিশ ও পূজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরির্দশন করেছেন।
পুলিশ ও মন্দিরের পুরোহীত স্বাধন চক্রবর্তি জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ভোর রাতে এ ঘটনা ঘটিয়েছে। দূর্বৃত্তরা মন্দিরের ভেতরে প্রবেশের পর একটি কক্ষের তালা ভেঙ্গে কৃষ্ণঠাকুরের মুর্তি ও ১০ ভরি রুপা এবং প্রায় ১ ভরি স্বর্নালঙ্কার চুরি করে নিয়ে গেছে।
সকালে পুরোহীতের স্ত্রী মন্দিরে পরিস্কারের জন্য আসলে তালা ভাঙ্গা দেখতে পেলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার পর মন্দ্রির কমিটির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি আশিকুর রহমান জানান, চুরি বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত না শেষ হওয়া পর্যন্ত বিষয়টি পরিস্কার করে বলা সম্ভব না।