বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি॥ ভিটামিন “এ” খাওয়ান শিশুর মৃত্যুর ঝুঁকি কমান এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ভিটামিন ‘এ’ প্লাাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও সিভিল সার্জনের আয়োজনে সিভিল সার্জেন সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: আবু মো: খায়রুল কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শিশু বিশেষজ্ঞ শাহজাহান নেওয়াজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সভাপতি ডা. এম.এ আজিজ চপল, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাশ প্রমুখ।
হাসপাতাল তথ্য মতে, এবারে জেলা-উপজেলা , পৌরসভা-ইউনিয়ন সহ মোট ২ লাখ ৪ হাজার ৭’শ ১০ জন শিশুকে আগামী ১৪ জুলাই ক্যাম্পেইনের আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ২১ হাজার ৪’শ ৯৪ জন, ১২-৫৯ মাস বসয়ী শিশু ১ লক্ষ ৮৩ হাজার ২’শ ১৬ জন রয়েছে। এছাড়া ১৩’শ ৮৫ টি কেন্দ্রে ১৬৮ জন সুপার ভাইজার এ ক্যাপসুল শিশুদের খাওয়াবেন। এসময় জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে মনিটরিং টিম সমস্ত কেন্দ্র পর্যবেক্ষণ করবে।