শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: “প্রজন্মের জন্য নিরাপত্তা ও স্বাস্থ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে শিশু বিষয়ক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক জবেদ আলী, চাইল্ড পোডাকশন অফিসার মার্টিন সিংহ, ডেইলি সান পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নুরে আলম শাহ, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, শিশু সাংবাদিক রহিম শুভ প্রমুখ।

বক্তারা এসময় বলেন প্রয়োজনে অসহায়, গরীব, শিশু শ্রমে জড়িত শিশু, পথ শিশুদের উন্নয়নে শিশু বান্ধব আলাদা বাজেট প্রনয়ন করতে হবে। কাজটি কঠিন হতে পারে কিন্তু অসম্ভব হবে না। শুধু প্রয়োজন শিশুদের উন্নয়নে শিশু শ্রম বন্ধের আন্তরিক সদিচ্ছা। আন্তরিক ভালবাসা, সংহতি, সহনশীলতা, সহিষ্ণু মনোভাব নিয়ে কাজ করলে এই শিশু মানব সম্পদ এই সোনার বাংলায় সোনার সম্পদ হিসাবে প্রতিষ্ঠা পাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com