শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও॥ “নারী ও বালিকাদের ক্ষমতায়ন হোক না তারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে কালেক্টর চত্বর থেকে সরকারি ও বিভিন্ন বে-সরকারি সংস্থার একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।

পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা.আবু মো: খায়রুল কবির, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইয়েদা সুলতানা প্রমুখ।

বক্তরা এসময় বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের বোঝা নয়। শুধুমাত্র তাদের একটু সঠিক ভাবে দেখা শুনা করলে একদিন তারাও সমাজের অন্য মানুষদের মতো চলতে পাড়বে। বক্তব্য শেষে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে প্রায় ১৫ টি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার করে টাকা চেক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com