শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিজিবি-বিএসএফ পর্যায়ে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ে বিজিবি ও বিএসএফ ব্যাটিলিয়ান অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর রতœাই সীমান্তের ৩৮২/২-এস পিলারের কাছে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ হোসেন এবং বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট রাকেশ সিনহা সহ বিজিবি ও বিএসএফ এর কোম্পানী কমান্ডার ও বিওপি/ক্যাম্প কমান্ডারগণ উপস্থিত ছিলেন। বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রন ও সকল প্রকার সীমান্ত অপরাধ কঠোর হস্তে দমনের পাশাপাশি পরস্পরের সহযোগিতা বজায় রাখার বিষয়ে এক মত পোষন করেন।

এছাড়া বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকের উপর যেন কোন প্রকার গুলি বর্ষণ এবং ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে মাদক পাচার, চোরাচালান, মানবপাচার সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধ করার ব্যাপারে উভয়ে একমত পোষন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com