বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র বিরুদ্ধে আদালতে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি::

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজিবি-গ্রামবাসীর সাথে সংঘর্ষের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বিজিবির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার দুপুরে নিহতদের স্বজনেরা ঠাকুরগাঁও হরিপুর আমলী আদালতে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সহ বিজিবির ৭ সদস্যের নাম উল্লেখ করে ও ১শত জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে তিনটি মামলার অভিযোগপত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম।

মামলার বাদীরা হলেন, নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, নিহত সাদেকের ভাই বাসেদ ও নিহত শিশু জয়নালের বাবা নুর ইসলাম।

মামলার আইনজীবী জানান, থানায় এই বাদীদের মামলা গ্রহণ না করায় আজ আদালতের শরণাপন্ন হয়েছেন বাদীরা। মামলায় আদেশের জন্য বিচারক ফারহানা খান আগামী ৬ মার্চ মামলার পরবর্তী শুনানীর তারিখ ধার্য করেছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরামপুর গ্রামে গরুজব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘষের্র ঘটনা ঘটে। এ সময় বিজিবি’র গুলিতে গ্রামের সাধারণ ৩ জন মানুষ নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com