বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিকাল পাঁচটার মধ্যে সব দোকান বন্ধ থাকবে

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও প্রতিনিধি::

মরণব্যাধি করোনা সংক্রমণ এড়াতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। সরকার এমন নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করছে স্থায়ী প্রশাসন।

করোনা ভাইরাসে প্রতিরোধে, মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে ঠাকুরগাঁওয়ে ওষুধের দোকান ব্যতীত বিকাল ৫টার পর থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ সকল প্রকার দোকান বন্ধ ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসন।

নির্দেশনা অমান্য করলে জরিমানাসহ আইনের আওতায় আনা হবে বলে জানান ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।

এর আগে ঔষধের দোকান ব্যতীত সকল দোকান সাড়ে ৭টার মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছিল। করোনা ভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে পূর্বের, ঘোষণা বাতিল করা হয়েছে, বলে নিশ্চিত করেন তিনি।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, জনগণের স্বাস্থ্য ঝুকির কারণে ও সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে। সকলকে তিনি এ নির্দেশনা মানার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com