বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে হোসেন আলী (২০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার ভোর রাতে ঠাকুরগাঁও হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্তের কাছে ভারতের নারগুন বিএসএফ জোয়ানদের গুলিতে নিহতের এ ঘটনা ঘটে। হোসেন আলী ওই উপজেলার কাঁঠালডাঙ্গী গ্রামের মোস্তাক আলমের ছেলে বলে জানাযায়।
হরিপুর থানা সুত্রে জানাযায়, শনিবার গভীর রাতে গরু ব্যবসায়ী হোসেন আলীসহ কয়েকজন লোক ভারতে গরু আনতে যায়। তারা সীমান্তে তারকাটার কাছে পৌছলে ভারতের নারগুন সীমান্তের বিএসএফ জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় হোসেন আলী গুলি বিদ্ধ হয়। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মারা যায় হোসেন আলী।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুস বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক হোসেন আলীর নিহতের ঘটনাটি নিশ্চিত করে বলেন নিহত হোসেন আলীর লাশ বর্তমানে তার বাড়ীতে রয়েছে।