বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
জয় মহন্ত অলক ঠাকুরগাঁঁও থেকে॥ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিকী অনশন কর্মসূচী পালন করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
বুধবার দুপুর ১২টায় জেলা বিএনপির আয়োজনে তাদের নিজেস্ব কার্যালয়ে এ কর্মসূচী পালন করা হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলমের সভাপতিত্বে প্রতিকী অনশনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ, কৃষক দলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।
এসময় বক্তরা বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় খালেদা জিয়াকে কারাগারে আটকিয়ে রাখা হয়েছে। তাকে মুক্তি না দিলে সারাদেশে কোঠর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান নেতাকর্মীরা।