বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও থেকে॥
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাপুর ইউনিয়নে বাস চাপায় আসাদুজ্জামান বাবুল (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
শনিবার দুপুরে ঐ ইউনিয়নের ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পল্লী বিদ্যুতের সামনে এই ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান বাবুল সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বালাপাড়া গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে। সে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের পিয়ন পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দিনাজপুর থেকে একটি বাস দ্রুতগতিতে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিলেন। অপরদিকে স্থানীয় একটি পাম্প থেকে মটোরসাইকেলে তেল নিয়ে বেড় হওয়ার সময় দ্রুতগতিতে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল চালক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি অপারেশন গোলাম মুর্তোজা। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।