রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ এক্সটা মোহরার এসোসিয়েশনের মানববন্ধন

ঠাকুরগাঁও থেকে॥

কেন্দ্রীয় নির্দেশ মতাবেক নকল নবিসদের চাকুরী স্কেলভুক্ত ও স্থায়ীকরণ করতে মানববন্ধন করেছেন বাংলাদেশ এক্সটা মোহরার এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখা।

সোমবার দুপুরে বাংলাদেশ এক্সটা মোহরার এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এই মানববন্ধনে ভূল্লি বাজার সাব-রেজিস্ট্রার, রানীশংকৈল সাব-রেজিস্ট্রার, লাহেরীহাট সাব-রেজিস্ট্রার সহ সকল অফিসের কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ এক্সটা মোহরার এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতিত্বে এসময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক বাবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজল রায় প্রমূখ।

আগামী ২৫ তারিখে কর্মসূচী সফল করতে সকলকে এক যোগে কাজ করতে হবে। সেই সাথে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com