বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে প্রস্তাবিত ইকোনোমিক জোন পরিদর্শন করলেন প্রকল্প চেয়ারম্যান

ঠাকুরগাঁও প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারা দেশে নির্মিত হচ্ছে ইকোনোমিক জোন (অর্থনৈতিক অঞ্চল)। সেই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ে প্রস্তাবিত ২৫১ একর জমির উপর নির্মিত হতে চলেছে ইকোনোমিক জোন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কুচবাড়ী কৃষ্টপুর নামক স্থানে প্রস্তাবিত সেই স্থান পরিদর্শনে আসেন চেয়ারম্যান (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ পবন চৌধুরী।

এসময় বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, জেলা আ’লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় অর্থনৈতিক অঞ্চল এর প্রকল্প চেয়ারম্যান পবন চৌধুরী স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলে তাদের মতামত নেন এবং প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কে স্থানীয়দের অবহিত করেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দও ইউনিয়নের কচুবাড়ী কৃষ্টপুর এলাকায় সরকারি খাস জমি রয়েছে ৪১.১২ একর। প্রকল্প বাস্তবায়নে জমি লাগবে ২৫১ একর।বাকি জমি স্থানীয়দেও কাছ থেকে অধিগ্রহণ করবে সরকার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com