বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
জয় মহন্ত অলক ঠাকুরগাঁও ॥ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ঠাকুরগাঁও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে ভবনটির ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এসময় পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক আখতারুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মার্মা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সহ অন্নান্যরা।
এসময় রমেশ সেন বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন উপায় নেই। মেধা ছাড়া কোথাও চাকুরিও হবেনা। মেধা বিকাশের জন্য কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া করাতে হবে। কোন শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে অভিভাবকসহ আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে।
উল্লেখ্য, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনটি নির্মান কাজে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮০ লক্ষ।