বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
জয় মহন্ত অলক ঠাকুরগাঁও থেকে॥ পুত্র হত্যার অভিযোগে পিতার মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক জিএম তারিকুল কবির।
আজ সোমবার দুপুরে এ আদেশ প্রদান করা হয়।
মামলার অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার সুখানপুখুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের মুসা আলী প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দিত্বীয় বিবাহ করে। প্রথম স্ত্রীর একটি ছেলে সন্তান থাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদে শালিসে তার নামে ২০ শতাংশ জমি প্রদানের অঙ্গিকার করেন পিতা মুসা আলী। পরবর্তিতে ২০১২ সালের ১৭ অক্টোবর রাতে পিতা মুসা আলী কৌশলে সন্তান মনসুর আলীকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেয়। পরদিন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত রিপোর্ট সম্পন্ন করে।
পরে ২০১২ সালের ১৮ অক্টোবর রাতে প্রথম স্ত্রীর স্বজন ফজল হক বাদি হয়ে মুসা আলী ও বাবুল ইসলাম নামে দুজনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। আদালত দীর্ঘ ৬ বছর পর সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালতের বিচারক মুসা আলীকে মৃত্যুদন্ড প্রদান করেন। অপরদিকে বাবুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেন।