বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও থেকে॥ ঠাকুরগাঁওয়ে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুইজন মোটরসাইকেল আরোহী।
মঙ্গলবার সকাল ৬টায় শহরের তেলিপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে বলে যানান সদর থানার এস.আই বাবুল।
নিহত মোজাফ্ফর হোসেন (৫২) মুসলিম নগর এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। সে বোদা কাজী ফর্মের গাড়ি চালাতেন।
আহত হয়েছেন ভুল্লি প্রিন্সিপাল পাড়ার মোজাহিদুল করিমের ছেলে সিরাজ(৩৭) ও তার স্ত্রী শিরিন(৩৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় রোডের দিকে যাচ্ছিলেন ওই তিন মোটরসাইকেল আরোহী। এ সময় বিপরীত দিক আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোজাফ্ফর হোসেনের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয় বাকী দুই আরোহী। পরে স্থানীয়রা ও ফায়া সার্ভিসের কর্মকতারা তাদের উদ্ধার করে ঠাকুরাগঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায়। বাকী ২ আরোহীর অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর রেফার্ড করা হয় বলে জানান ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তবরত চিকিৎসক সালমা সুলতানা।
ঘটনার সত্যতার নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা।