বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে গোসল করতে নেমে পানিতে ডুবে নওশাদ হোসেন নাহিদ (২০) নামের ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটির ২য় বর্ষের ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ঠাকুরগাঁও ফায়ার স্টেশন ঘেড়াও করে তার বন্ধুরা সহ এলাকার লোকজন।
শনিবার সদর উপজেলার ভুল্লী বাঁধে পানিতে ডুবে মৃত্যুর এ ঘটনা ঘটে। মৃত নাহিদ ঠাকুরগাঁও সদর উপজেলার শাহাপাড়ার নবাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, ঢাকার ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটির ২য় বর্ষের ছাত্র ঈদের ছুটিতে বাড়িতে এলে সে বন্ধুদের সাথে গোসল করতে ভুল্লী বাঁধে নামে। পানিতে বন্ধুদের সাথে খেলা করার এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়। তার বন্ধুরা স্থানীয় লোকেদের নিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ চার ঘন্টা চেষ্টার পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ইতোপূর্বে মৃত নাহিদের বন্ধুরা ঠাকুরগাঁও ফায়ার স্টেশন ও রংপুরের ডুবুরি দলকে খবর দেয়। ঠাকুরগাঁও থেকে রংপুরের দূরত্ব বেশি হওয়ায় ডুবুরি দল ঘটনাস্থলে আসতে কালক্ষেপণ করে। এরই প্রেক্ষিতে মৃতের বন্ধুরা সহ স্থানীয় লোকেরা বিক্ষুব্ধ হয়ে ঠাকুরগাঁও ফায়ার স্টেশন ঘেড়াও করে। এ ঘটনা জানার পরে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ তাৎক্ষণিক ফায়ার স্টেশনে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি (অপারেশন) কফিল উদ্দিন জানান, আমরা ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
মৃত নাহিতের বন্ধু আওলাদ হোসেন পাপন জানান, আমরা এলাকার লোকেদের সাথে নিয়ে অনেক চেষ্টা করেছি তাকে উদ্ধারের। আমরা তাৎক্ষণিক ফায়ার স্টেশন ও ডুবুরি দলকে অবগত করি। কিন্তু তাদেরকে আমরা সময় মত পাশে পাইনি।
ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মফিদার রহমান জানান, আমাদের এখানে ফায়ার ম্যানের পদ রয়েছে কিন্তু ডুবুরির কোন পদ না থাকায় এ বিপত্তি ঘটে। আশাকরি এলাকার স্বার্থে এ ধরনের দূর্ঘটনা এড়াতে উর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন।