বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। এই ল্যাবে চারটি কম্পিউটারের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশিক্ষণ পাবে।
বুধবার বিকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (নিয়োগ শাখা) এ.কে.এম সাফায়েত আলম প্রধান এই ল্যাব উদ্বোধন করেন।
এ সময় ঠাকুরগাঁও জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জহুরুল ইসলাম, হরিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আজিজার রহমান, জেলা মনিটরিং শিক্ষা কর্মকর্তা মমিনুল হক, চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এরফান আলী উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক বিদ্যালয়ে মিড-ডে-মিল পরিদর্শন করেন।