বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি::
২১শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিশুরাও নিজের হাতে তৈরি করেছে শহীদ মিনার। সন্মান জানিয়েছেন ভাষা শহীদের প্রতি।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চুনিহাড়ি এলাকায় একতা প্রতিবন্ধী স্কুল ও উন্নয়ন পূর্ণবাসন কেন্দ্রের প্রতিবন্ধী শিক্ষার্থীরা এক এক করে কলাগাছ দিয়ে তৈরীকৃত শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।
এর আগে প্রতিবন্ধী শিশুরা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে একটি র্যালি বেড় করেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এস.এম হুমাউন কবির, স্কুলের পরিচালক আমিরুল ইসলাম সহ সংবাদকর্মীরা। বক্তব্য শেষে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।