বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে নিজ অর্থায়নে ৫০০ নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি::

দেশ জুড়ে করোনা ভাইরাসের পাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশ লকডাউনের ফলে এবং টানা ১০দিনের ছুটিতে সাধারণ খেটে খাওয়া মানুষ যখন বিপাকে তখনি নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করলেন আব্দুল্লাহ্ আল-ফাত্তা (বাচ্চু)। একজন সৌদি প্রবাসী হয়েও তিনি ঠাকুরগাঁও এর নিম্ন আয়ের মানুষের জন্য তার নিজ অর্থায়নে ৫০০ জন নিন্ম আয়ের মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

সাত্তার এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর ফারদিন ফাত্তা ও রহমান ‘ল’ চেম্বার এন্ড অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অ্যাড. আশিকুর রহমান রিজভীর উদ্যোগে সোমবার সারা দিন শহরের জমিদারপাড়া, মুন্সিপাড়া, আশ্রমপাড়া, ক্লাবপাড়া সহ বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে চাল, ডাল, তেল, পেঁয়াজ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার পারভেজ, জাতীয় প্রমিলা ক্রিকেটার একা মল্লিক, শাহীন, নিলয় ও মৃদুল সহ অন্যান্যরা।
এসময় নিম্নআয়ের মানুষেরা জানান, এরকম যদি আমাদের পাশে শহরের বিত্তবান ব্যক্তিরা আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে আমরা চারটা খেয়ে বাচঁতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com