বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি::
ভগবান শিবকে বলা হয় দেবাদিদেব। কারন সকল দেবতার দেবতা শিব। এরই লক্ষে প্রতিবারের মতো এবারো ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শিবরাত্রী ব্রতের মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁওয়ে শ্রী-শ্রী রসিক রায় জীউ মন্দিরের আয়োজনে মন্দির প্রাঙ্গনে শিবের মাথায় দুধ ও ডাবের জল ঢেলে এই শিবরাত্রী ব্রতের মহতী (শিব পূজা) শুরু করা হয়।
এসময় হাজরো শিবের ভোক্তাদের উপস্থিতি দেখে যায়। তারা একে এক করে শিবের মাথায় দুধ ও জল দিয়ে শিবের কাছে মনের কামনা প্রার্থনা করেন।
এর পরে শ্রী-শ্রী রসিক রায় জীউ মন্দিরের সভাপতি সুবেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে ভোক্তাদের শান্তি কামনার জন্য এক যোগ্য করেন গড়েয়া ইসকন মন্দিরের সহকারি পরিচালক কংশো হন্ত। যোগ্য পরিচালনা শেষে ভোক্তাদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এছাড়াও ঠাকুরগাঁও শহরের অন্যান্য মন্দিরেও এই পূজা অনুষ্ঠিত হয়।