বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকায় ধানক্ষেত থেকে শফিরুল ইসলাম (৩৪) নামের বস্তাবন্দী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে পুলিশ কাঠালডাঙ্গী এলাকায় এক ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করে। নিহত শফিরুল ইসলাম ঐ উপজেলার চেংরিয়া দিলগাঁও গ্রামের মৃত বাসেদ আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকায় ধান ক্ষেতে বস্তা পড়ে থাকলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বস্তার ভেতরে একটি লাশ দেখতে পেয়ে লাশ উদ্ধার করে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শক্রুতার জের ধরে এই হত্যা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে হত্যাকান্ডের মূল রহস্য বের করা হবে।