বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিশাত (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭ টায় সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার এস আই সাইফুর রহমান। নিহত নিশাত রহমান ঐ ইউনিয়নের সাজেদুল ইসলাম দুলালের ছেলে। সে ঠাকুরগাঁও রোড কলেজের ইন্টার ১ম বর্ষের ছাত্র। এ ঘটনার পরে প্রায় ঘন্টাখানিক সড়ক অবরত করে রাখের স্থানীয়রা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গি যাচ্ছিলেন ট্রাকটি। এসময় অপরদিক থেকে মটরসাইকেল করে আসছিলেন নিশাত। হঠাৎ করেই নিয়ন্ত্রন হারিয়ে মটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলে নিশাত মারা যায়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।