বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
জয় মহন্ত অলক ঠাকুরগাঁও থেকে::
“বাঁচাও নদী, বাঁচাও মানুষ, বাঁচাও শেখ হাসিনার অবদান শতবর্ষের ডেল্টা প্লান” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও টাঙ্গন নদীর সীমনা নির্ধারণ ও অবৈধ ভাবে দখলদারদের তালিকা প্রস্তুত কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।
পরে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অপরাজয় একাত্তর প্রাঙ্গনে এক আলোচনা সভায় রমেশ চন্দ্র সেন বলেন, আ:লীগ সরকারের সময় যে পরিমান উন্নয়ন হচ্ছে তা অতীতের কোন সরকারের আমালে হয়নি। এই সরকার সব সময় জনগনের জন্য কাজ করে থাকে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে.এম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এসময় অন্যদের মাঝে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম প্রমুখ।