শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও থেকে::
জেলা ও উপজেলাসহ শহরের বিভিন্ন স্থানে চাদাঁবাজি এবং শ্রমিক নির্যাতন ও হয়রানি বন্ধ সহ তিন দফা দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও পৌরসভা ঘেরাও করেছে ঠাকুরগাঁওয়ের ইজিবাইক শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুরে শ্রমিকরা মিছিল নিয়ে শহরের চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়। পরে সেখানে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করে আন্দোলনকারীরা।
এ সময় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাহবুব আলম রুবেল, এস এম আবু আসলাম লাবু, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, রমজান আলী প্রমুখ। মানববন্ধন শেষে শ্রমিকরা মিছিল নিয়ে ঠাকুরগাঁও পৌরসভা ঘেরাও করে।
শ্রমিক নেতা মাহবুব আলম রুবেল অভিযোগ করে বলেন, পৌরসভা বিভিন্ন পয়েন্টে টোল আদায়ের নামে শ্রমিক নির্যাতন করছে। আদায়কারী নিয়ম ভেঙ্গে ইচ্ছে মত চাঁদা দাবি করছে। প্রতিবাদ করলে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন শ্রমিকরা। তিনি বলেন, পৌরসভা ছাড়াও নামে-বেনামে সংঘবদ্ধ দল চাঁদা আদায় করছে কথিত সমাজ কল্যাণের তহবিল সংগ্রহের নামে।
এ বিষয়ে ঠাকুরগাঁও পৌরসভা মেয়র মির্জা ফয়সল আমীন বলেন, তিনি লিখিত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেবেন।