শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি॥ ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া এলাকায় লিপা আখতার(২৭) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নারগুন ইউনিয়নের কহপাড়ায় এলাকায় গৃহবধুর শশুড়বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত লিপা আখতার দেবিপুর ইউনিয়নের খলিলুর রহমানের মেয়ে।

অপরদিকে, মেয়ের বাবা খলিলুর রহমান অভিযোগ করে বলেন তার মেয়েকে হত্যা করা হয়েছে। মেয়ের বাবা জানান, দীর্ঘ ৭ বছর আগে নারগুন ইউনিয়নের ইউসুফ আলীর সাথে দেবিপুর ইউনিয়নের খলিলুর রহমানের মেয়ে লিপা আখতারের সাথে বিবাহ হয়। এরপর থেকে মেয়ের উপর শুরু হয় অত্যাচার। তিনি আরো বলেন, আমার মেয়ে কোনদিন আত্মহত্যা করতে পারেনা। কারন তার একটি ছোট বাঁচ্চা আছে। তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি। সেই সাথে মেয়ের হত্যাকারীদের বিচার চান লিপার পিতা।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। তবে হত্যার করা হয়েছে এমন কোন অভিযোগ পাইনাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com