বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
জয় মহন্ত অলক ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ সরকারি চাকুরিতে ও উচ্চ শিক্ষায় আদিবাসী কোটা সংরক্ষনের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
জেলা আদিবাসী ছাত্র পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সোমবার দুপুরে শহরের চৌরাস্তায় সমবায় মার্কেটের সামনে এ কর্মসুচি পালিত হয়।
এসময় জেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা ইমরান চৌধুরী, ছাত্র পরিষদের সভাপতি বিষু রাম মূর্মূ, সাধারন সম্পাদক সুজন তিঙ্গাসহ বক্তারা বলেন, সরকারি চাকুরিতে ও উচ্চ শিক্ষায় আদিবাসি ছেলে-মেয়েরা কোন সুবিধা পাচ্ছে না। আমরা আশা করবো সরকার বিষয়টি আন্তরিকতার সাথে দেখবেন। সেই সাথে আদিবাসিদের জন্য কোটা সংরক্ষনের দাবি জানান বক্তারা।