editor
- ১৭ জুলাই, ২০১৮ / ২৯২ জন দেখেছেন
ঠাকুরগাঁও প্রতিনিধি : “ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন” এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁওয়ে কিশোর-কিশোরীদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। পরে শিল্পকলা একাডেমির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র সেন এমপি বলেন, আজকের কিশোর-কিশোরীরা আগামী দিতের ভবিষ্যৎ। তাই এসব কিশোর-কিশোরীদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। কারণ এরাই আগামী দিতে বাংলাদেশ পরিচালনায় দায়িত্ব পালন করবে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবীব, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মনোয়ারা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা আক্তার মোল্লা প্রমুখ।
Like this:
Like Loading...
Related