শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে এমপির বাসভবনে ডাকাতি

ঠাকুরগাও প্রতিনিধিন : জেলা আ. লীগের সভাপতি ও ২ আসনের এমপি দবিরুল ইসলামের বালিয়াডাঙ্গি’র বাসভবনে ডাকাতি ঘটনা ঘটেছে।  ১২ মার্চ,সোমবার  রাত সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৪ টার সময় ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানান এমপি দবিরুল ইসলামের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি আরো বলেন, ডাকাতরা বাসার ৮টি রুম তছনছ করেছে। স্বর্ণালংকারসহ বেশ কিছু গুরুত্বপুর্ণ মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। পরে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে উপজেলার লোল পুকুরের পশ্চিম পাশের এক বাঁশঝাড়ে ডাকাতির সময় ব্যবহৃত সাবল, গহনার খাপ, মুখোশ, বোমাসহ মালামাল পেয়েছে বলে জানা যায়। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনর্চাজ মোস্তাফিজুর রহমার জানান, একজন এমপির বাসায় ডাকাতির বিষটি দু:খজনক। বিষটি গুরুত্বের সাথে তদন্ত চলছে। তদন্তের সার্থে এখনি কিছু জানানো যাচ্ছে না। পরবর্তীতে তদন্ত করে বিষটি সম্পর্কে জানানো হবে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক আখতারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, পুলিশ তদন্ত করছে। আমিও বিষয়টি দেখলাম। দ্রুত বিষয়টি তদন্তের জন্য পুলিশকে বলেছি আমি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com