বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর পাবলিক হাই স্কুলের চার তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে ভবনটির ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার জনগনকে দিতে এসেছে এবং জনগনের উন্নয়নের জন্য এই সরকার কাজ করে যাচ্ছে। শুধু শিক্ষা খাতে নয় সকল খাতে উন্নয়ন করেই চলেছে। তার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে আবারো তাকে বিজয়ী করতে হবে। সেজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দেলওয়ার হোসেনের সভাপতিত্বে এসময় সভায় আরো বক্তব্য দেন, জেলা আ:লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা.সাদেক কুরাইশী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হালিম, রহিমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল হুদা প্রমুখ।

উল্লেখ্য, মথুরাপুর পাবলিক হাই স্কুলের ৪তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০ লক্ষ টাকা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com